প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৬:০৬
র্যাব ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযান
চৌদ্দগ্রামের বিভিন্ন হোটেলে মাদকবিরোধী মোবাইল কোর্টে ২ জনকে কারাদণ্ড প্রদান
প্রেস বিজ্ঞপ্তি।।
                    
রোববার (২৯ জুন ২০২৫) রাতে র্যাব-১১, সিপিসি-২ ও কুমিল্লা জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকার বিভিন্ন হোটেলে। সেখানে মাদকবিরোধী মোবাইল কোর্ট  পরিচালনা করে  ২ জনকে কারাদণ্ড  প্রদান করা হয়।  প্রকাশ্য স্থানে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায়   মো. জলিল (৩৬)কে ছয় মাসের কারাদণ্ড এবং মো. আমির হোসেন (২৮) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
                            |আরো খবর
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত  মো. জলিল (৩৬) বরিশাল জেলার হিজলা উপজেলার আলী আহম্মদের ছেলে এবং মো. আমির হোসেন (২৮) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঈশান চন্দ্র নগর গ্রামের খলিল মিয়ার ছেলে। র্যাব-১১ ও জেলা প্রশাসন, কুমিল্লা-এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ ও জেলা প্রশাসন, কুমিল্লা-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের সাজা কার্যকরের নিমিত্তে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
                            						        







