সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ২১:৩১

চাঁদপুর সদর মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’

চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে শনিবার (২৯ জুন ২০২৫) অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শারমিন রহমান।

|আরো খবর

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান রনি বলেন, মাদক, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান, পুলিশি সেবা জনবান্ধব ও গণমুখী করে তোলার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের আস্থা অর্জন করেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত জনগণ তাদের নানাবিধ সমস্যা প্রধান অতিথির সামনে তুলে ধরেন। প্রধান অতিথি এসব সমস্যার সমাধানে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়