সোমবার, ২৬ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৭:৫১

মেঘনা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
মেঘনা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের

মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৮) গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (২৫ মে ২০২৫) সকালে চাঁদপুর হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দাদন মিয়া ও সঙ্গীয় ফোর্স গ্রাম পুলিশের সহায়তায় ১২ নং চান্দ্রা ইউনিয়নের আখনেরহাট সংলগ্ন বাখরপুর গ্রামের নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে গ্রাম পুলিশকে জানায়। তারা প্রশাসন ও পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে। নৌ পুলিশের এসআই দাদন মিয়া জানান, গলায় ওড়না পেঁচানো অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়। ভাসমান অবস্থায় আমরা মরদেহটি পেয়েছি।লাশের সুরতহাল করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়