প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৮:২৫
১২ লাখ টাকার কাবিন দাবিতে প্রতারণা, টিকটক আসক্ত নারী আদালতের নির্দেশে কারাগারে

সাবেক স্বামীর কাছ থেকে ১২ লাখ টাকা কাবিন দাবি করে প্রতারণার অভিযোগে তানিয়া আক্তার নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন চাঁদপুর জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জানা গেছে, অভিযুক্ত তানিয়া আক্তার একজন টিকটক আসক্ত নারী, যিনি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরি ও আপলোড করতেন।
|আরো খবর
তানিয়ার পিতা মো. জাকির খান ও মাতা মৃত কাজল বেগম। তার বর্তমান ঠিকানা চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড, বসর কলোনী এবং স্থায়ী ঠিকানা খুলনা জেলার চিতলমারি থানার আওড়া বনিয়া চড়পাড়া।
ভুক্তভোগী মো. ফয়সাল আহম্মেদ জানান, “২০১৬ সালের ২৫ মার্চ ইসলামী শরীয়ত মোতাবেক তানিয়ার সাথে আমার বিবাহ হয়। আমরা দেড় বছর সংসার করি। এরপর আমি লক্ষ্য করি, সে বিভিন্ন পরপুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। একাধিকবার তাকে হাতেনাতে ধরার পরও সে এসব বন্ধ না করে উল্টো অন্যত্র বিবাহ করে। পরে আমাদের তালাক হয়।”
তিনি আরও বলেন, “তালাকের তিন বছর পর সে আমার কাছে ১২ লাখ টাকার কাবিন দাবি করে। আমি বিষয়টি প্রতারণা হিসেবে দেখে আদালতে মামলা করি।”
চাঁদপুর জেলা জজ আদালতের অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, “আমার মোয়াক্কেল মো. ফয়সাল আহমেদের আবেদনের ভিত্তিতে তানিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়। মামলার শুনানিতে প্রতারণার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
জানা গেছে, তানিয়া আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার পাশাপাশি টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ভাইরাল হওয়ার চেষ্টা করতেন। এ নিয়ে পারিবারিক কলহও সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তার ফেইসবুক লিংক https://www.facebook.com/achol.nill.35। তানিয়া আদালতে আসার সাত ঘন্টা আগেও একটি ভিডিও টিকটক লিংক পোস্ট করেছেন।
এই ঘটনায় এলাকাজুড়ে আলোচনার ঝড় উঠেছে। তবে অভিযুক্ত পক্ষের কেউ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তার বাবা মো. জাকির খানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও সাড়া মিলেনি এবং ম্যাসেজ দিলেও উত্তর পাওয়া যায়নি।