সোমবার, ১৯ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ মে ২০২৫, ২১:২০

জরিমানা আদায় : মোটরসাইকেল ও পিকআপ জব্দ

হাজীগঞ্জে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট

হাজীগঞ্জে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট
অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ উপজেলায় স্থানীয় সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

রোববার (১৮ মে ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয় করে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়। লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৫০টি যানবাহনে তল্লাশি করা হয়। হেলমেট এবং লাইসেন্স না থাকায় ১৫টি গাড়ি ও মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং লাইসেন্স না থাকার জন্যে ১২টি মোটরসাইকেল ও ১টি পিকআপ জব্দ করে থানায় প্রেরণ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়