প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৮:৩০
৫ কেজি গাঁজা উদ্ধার
ফরিদগঞ্জে দুই মাদক কারবারি আটক

বাড়ির রান্নাঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার এবং এর সাথে জড়িত সন্দেহে দু মাদক কারবারিকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২ মে ২০২৫) রাতে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই উদ্ধার ও আটকাভিযান চলে। আটককৃতরা হলেন : চরকুমিরা গ্রামের আবদুল মালেকের ছেলে জাকির হোসেন বুলেট (২৫) এবং গোবিন্দপুর গ্রামের নোয়া গাজী বাড়ির শাহআলম ওরফে শাকুর ছেলে শাকিল (২২)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। শনিবার (৩ মে ২০২৫) দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২ মে ২০২৫) রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় ফরিদগঞ্জ থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর গ্রামের নোয়া গাজী বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঐ বাড়ির শাকিল হোসেনের বসত বাড়ির রান্না ঘরের মেঝের মাটির নিচ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি শাকিল হোসেন ও তার সহযোগী জাকির হোসেন ওরফে বুলেটকে আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ৫ কেজি গাঁজাসহ জাকির হোসেন ওরফে বুলেট ও শাকিল হোসেনকে আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (৩ মে ২০২৫) দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।