মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১৭:২২

কচুয়ায় তিন নারী ছিনতাইকারী গ্রেফতার

আলমগীর তালুকদার
কচুয়ায় তিন নারী ছিনতাইকারী গ্রেফতার

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে কচুয়ায় তিন নারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ওই ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করার সময় তিন নারী ছিনতাইকারী যথাক্রমে হালিমা বেগম (৩৫), ছৈয়দা বেগম(৩৮) ও ছালেমা বেগম(৪৫) চার নারীর গলা থেকে ৫টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয় জনগণ তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা বাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার অধিবাসী।

থানা সূত্রে জানা গেছে, নারী ছিনতাইকারীগণের একটি সংঘবদ্ধ দল এ ধরনের ছিনতাইয়ের সাথে জড়িত। ওসি মো. আজিজুল ইসলাম জানান, ৩ জনকে জিজ্ঞাসাবাদ চলছে , জিজ্ঞাসাবাদ শেষে নিয়মিত মামলায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়