প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২১:২৩
হাজীগঞ্জে চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে

অনুমোদন না থাকায় হাজীগঞ্জে চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার (১৭ মার্চ ২০২৫) দিনভর উপজেলার অলিপুরের সাহিদুজ্জামান ব্রিকস, দেলোয়ার ব্রিকস, গন্ধর্ব্যপুরের আতিক শাহ ব্রিকস এবং আব্দুল গনি ব্রিকস গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
জানা যায়, এদিন পরিবেশ অধিপ্তরের সহায়তায় লাইসেন্সবিহীন পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
ভাটা মালিকগণ ভ্রাম্যমাণ আদালতকে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় সাহিদুজ্জামান ব্রিকস, দেলোয়ার ব্রিকস, আতিক শাহ ব্রিকস এবং আব্দুল গনি ব্রিকস ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া হয়। উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।