শুক্রবার, ১৬ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৭

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ট্রাকের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু

চাঁদপুর সদরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার ৫ ফেব্রুয়ারি রাতে চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমারডুগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সড়কের পাশ দিয়ে ওই নারী হেটে যাচ্ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী তিনি।

শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জানান, নিহত ওই নারী ঘটনাস্থল এলাকার একটি বাড়ি থেকে খাবার খেয়ে বের হন। পরে সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে নিয়ে এসেছে। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়