বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১৪:২২

কচুয়ায় সম্পত্তিগত বিরােধের জেরে ঘরে হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিনিধি
কচুয়ায় সম্পত্তিগত বিরােধের জেরে ঘরে হামলা ও ভাংচুর

কচুয়ায় সম্পত্তিগত বিরােধের জেরে হামলা ও সীমানা প্রাচীর খুঁটি তুলে নেওয়ার অভিযােগ পাওয়া গেছে। শনিবার ২১ শে অক্টোবর উপজেলার বারৈয়ারা উত্তরপাড়ায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের কাশেম আলীর ছেলে মােঃ আলমগীর হােসেন কচুয়া থানায় একটি লিখিত অভিযােগ দায়ের করেন। অভিযাগে আলমগীর উল্লেখ করেন,আমি বারৈয়ারা মৌজার ৩১৯ খতিয়ান বিএস ৯৬২ দাগে ১২ শতক জমির মালিক। আমার দখলীয় জায়গায় ভবন নির্মান কাজে করতে গেলে আমার বাড়ির সর্ম্পকিয় মালেকের ছেলে জামালের পরিবারের লােকজন বাড়ি নির্মানে বাধা প্রদান করে। শালিসদারদের দেওয়া সীমানার খুঁটি উঠিয়ে ফেলে, এসময় আমি বাধা দিলে জামালের চাচাতাে ভাই নজরুল ইসলাম ও জামালের স্ত্রী ও বােন দলবল নিয়ে আমাকে মারধর করে। মারধরের বিষয় কচুয়া থানাকে অবগত করলে পুলিশ ঘটনা পরিদর্শন করেন। তিনি আরাে বলেন, সম্প্রতি জামাল হাসন গং ভূইপাড় অনলাইনে মিথ্যা তথ্য সম্প্রচার করে আমার সম্মানহানী করে।

জামাল হাসন জানান,আমার ৯৬৫ দাগে কিছু অংশ আলমগীর ভবন মির্মান করায় আমি আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়র করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়