প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০
কচুয়ায় এক ক্লুলেস অপহরণ মামলায় ভিকটিমকে উদ্ধার করেছে পিবিআই

কচুয়ায় স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীকে ক্লুলেসভাবে অপহরণের পরও তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পিবিআই। আর এরপর ওই নারী শিক্ষার্থীকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। ৩ জুলাই সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চাঁদপুরের পিবিআই।
তথ্য মতে, কচুয়ার ড. মনসুর উদ্দীন কলেজ থেকে বের হওয়ার পথে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী (১৬)কে অপহরণ করে এক যুবক। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়। মামলা নং-১৭৮/২০২৩ খ্রিঃ। আর এর পরেই পিবিআইর তদন্তে ক্লুলেস এই অপহরণে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।
এ বিষয়ে অপহৃত শিক্ষার্থী বলেন, প্রেমের ফাঁদে ফেলতে ব্যর্থ হয়ে আমাকে অপহরণ করে আসামী মোঃ জাহিদ হোসেন। আমি তার শাস্তি দাবি করছি।
এ বিষয়ে অপহৃতার মা বলেন, আমার মেয়েকে আমাদের কোলে ফিরিয়ে দেয়ায় পিবিআইকে ধন্যবাদ জানাচ্ছি। আসামী জাহিদের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর উপ-পুলিশ পরিদর্শক রিয়াদ মাঈনুদ্দীন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা কচুয়ার মাছিমপুর এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করি। এরপর তাকে মেডিকেল পরীক্ষা শেষে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়। আসামী জাহিদকে আটকের বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ৭ জুন কলেজ শিক্ষার্থী অপহরণ হয়।