বুধবার, ১৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০

মতলব উত্তরে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ ৩ ডাকাত আটক

মতলব উত্তরে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ ৩ ডাকাত আটক
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরে ১টি দোনলা বন্দুক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ডাকাত দলের ৩ জন সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৪ জুন) আনুমানিক ভোর ৪ টায় মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও ডাকাত আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জুন) আনুমানিক ভোর ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে উত্তর মতলব উত্তর উপজেলাধীন এখলাছপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দোনলা বন্দুক, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। আটককৃত মোঃ আরিফ হোসেন (২৩), সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন (১৯) সকলেই মতলব উত্তর উপজেলাধীন এখলাসপুর গ্রামের বাসিন্দা।

এখলাছপুর গ্রামটি দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূন্য হওয়ার সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে মোহনপুর হতে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বাল্কহেড, কার্গো জাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করছে এবং অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করে আসছে মর্মে তথ্য পাওয়া যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়