প্রকাশ : ২১ জুন ২০২৩, ১৭:৫১
অস্বাস্থ্যকর খাবার ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা ১৯ হাজার টাকা

অস্বাস্থ্যকর খাবার প্রক্রিয়াকরণ ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার ও সদর উপজেলার বহরিয়া বাজারের দুটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
বুধবার (২১ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।
প্রতিষ্ঠানের সহকারী পরিচালক নুর হোসেন জানান,মূল্য তালিকা না থাকায় এবং অস্বাস্থ্যকর উপায়ে খাবার প্রক্রিয়াকরণের দায়ে ওয়্যারলেস বাজারের স্টার হোটেলকে ১৫ হাজার জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় বহরিয়া বাজারের মা মেডিকেল হলকে ৩ হাজার এবং ফাতেমা মেডিকেল হলকে ১ হাজার জরিমানা করা হয়েছে।
সর্বমোট ৩টি প্রতিষ্ঠান কে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহযোগিতায়: স্যানিটারি ইন্সপেক্টর, সদর,চাঁদপুর এবং জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করে।