শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৩

মতলব দক্ষিণে চার ইটভাটা মালিকদের অর্থদণ্ড

রেদওয়ান আহমেদ জাকির
মতলব দক্ষিণে চার ইটভাটা মালিকদের অর্থদণ্ড
মতলব দক্ষিণ উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক।

মতলব দক্ষিণ উপজেলার চার ইটভাটা মালিকদের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর এর যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ধনাগোদা নদীর তীরে অবস্থিত ইট ভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে এবং এদের পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। আর এই কারণেই উপজেলার মেসাস মতলব স্ট্যান্ডার্ড ব্রিকস, মেসার্স সাহাপরান ব্রিক্স, সিএসবি এবং কেএসবি নামের চার ইট ভাটার মালিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক মোঃ হান্নান, নমুনা সংগ্রহকারী সাদ্দাম হোসেন এবং মতলব দক্ষিণ থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়