রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চিরকালীন মানুষ
অনলাইন ডেস্ক

সব মানুষেরই জীবনের প্রতি থাকে মায়া, আছে অসীম

ভালোবাসা আর বেঁচে থাকার অফুরান আশা।

এই বুঝি মানুষের স্বভাব চিরকালীন, আর আদিম

লোভ-ক্ষোভ-হিংসা থাকে কাম-ক্ষুধা-পিপাসা,

আরো যতো আছে না পাওয়ার হতাশা।

মানুষের আছে বন্ধু, প্রিয় পরিবার যেমনি তার শত্রুও কম নয়।

কতো কিছুই ভাঙ্গে-গড়ে-অবশেষে একদিন পরপারে গমন।

মানুষের মস্তিষ্ক এতোই বিশাল, বিস্তৃত আর বিস্ময়কর যেমন;

সে অনায়াসে ভাবতে পারে যা কিছু আছে মহাবিশ্বময়।

যে মানুষ নিজেকে করেছে সমর্পন এক শাশ্বত অস্তিত্বে,

ক্ষমাসুন্দর আর কল্যাণকামী মন যে মানুষের অলঙ্কার।

পরোপকারে নিবেদিত দ্বিধা-ভয়হীন হৃদয় আছে যার,

সেই তো সফল জগতে, যে চলে সরল আলোর পথে।

এতো বেশি দায়িত্ব-কর্তব্য কাঁধে নিয়ে আর কোনো প্রাণি,

এই পৃথিবীতে জন্মেনি কোনোকালে, জন্মাবে না কোনোদিনই।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়