প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২১
মহান বিজয়ের শ্লোক

জহিরুল হক বিদ্যুৎ মহান বিজয়ের শ্লোক
শতাব্দীর অন্ধকার ছিঁড়ে ফুঁড়ে উঠে
নতুন দিনের প্রতিশ্রুতি, মহান বিজয়।
এ বিজয় কেবল যুদ্ধক্ষেত্রের নয়,
মানুষের জাগরণের, মানুষের জয়ের গল্প।
ধুলো-মাটি ঝেড়ে উঠে দাঁড়ানো এক জাতির
শিরায় শিরায় বয়ে যাওয়া সাহসের ধ্বনি।
প্রতিটি মানুষের চাহনিতে একটাই দীপ্তি
আমি স্বাধীন, আমার দেশ স্বাধীন।
বাতাসে মিশে থাকে স্বজন হারানোর ব্যথা,
তবু সেই ব্যথায় বয়ে যায় গর্বের স্রোত।
মাটির প্রতিটি দানা রক্তিম আভা ছড়ায়
লেগে থাকে মমতার রং, স্বাধীনতার রং।
বিজয় আসে বীরদের আত্মত্যাগে,
মায়ের আশীর্বাদে, বীরাঙ্গনার চাহনিতে।
মহান সেই বিজয় আজও শেখায়
অন্ধকার যতই দীর্ঘ হোক, ভোর আসবেই
বেদনা যতই ভার হোক, মুক্তির পথ খুঁজবেই।








