প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮
অমরত্ব
ইমরান শা’কির ইমু

ইমরান শা’কির ইমরু অমরত্ব
দেহ ক্ষণিক
মাটির ঘরে ফিরে যায় একদিন,
নিঃশব্দে থেমে যায় শ্বাস,
জীবনের কোলাহল মিলিয়ে যায় ধূলিকণায়।কিন্তু আত্মা?
সে তো সময়ের সন্তান নয়
সে তো চিরধ্রুব আলো,
যার উৎস এক পরম সত্যের কাছে।যে আত্মা আল্লাহকে পায়,
সে মৃত্যুকেও ছাপিয়ে যায়
কারণ আল্লাহর প্রেমে ডুবে গেলে
মৃত্যু আর নয় বিভাজন
সেটা হয় মিলনের শুরু।সেই আত্মা জানে,
মরণ মানে শেষ নয়
বরং মোহময় এক দরজা,
যেখান থেকে শুরু হয় চিরজীবনের পথচলা।যে আল্লাহকে খুঁজে পেয়েছে,
তার কাছে মৃত্যুর কোনো ভয় নেই,
কারণ সে তো হারায়নি কিছুই
বরং ফিরে গেছে নিজের উৎসে,
আলোকের মাঝে মিলিয়ে।







