শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮

অমরত্ব

ইমরান শা’কির ইমু
অমরত্ব

ইমরান শা’কির ইমরু অমরত্ব

দেহ ক্ষণিক

মাটির ঘরে ফিরে যায় একদিন,

নিঃশব্দে থেমে যায় শ্বাস,

জীবনের কোলাহল মিলিয়ে যায় ধূলিকণায়।

কিন্তু আত্মা?

সে তো সময়ের সন্তান নয়

সে তো চিরধ্রুব আলো,

যার উৎস এক পরম সত্যের কাছে।

যে আত্মা আল্লাহকে পায়,

সে মৃত্যুকেও ছাপিয়ে যায়

কারণ আল্লাহর প্রেমে ডুবে গেলে

মৃত্যু আর নয় বিভাজন

সেটা হয় মিলনের শুরু।

সেই আত্মা জানে,

মরণ মানে শেষ নয়

বরং মোহময় এক দরজা,

যেখান থেকে শুরু হয় চিরজীবনের পথচলা।

যে আল্লাহকে খুঁজে পেয়েছে,

তার কাছে মৃত্যুর কোনো ভয় নেই,

কারণ সে তো হারায়নি কিছুই

বরং ফিরে গেছে নিজের উৎসে,

আলোকের মাঝে মিলিয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়