বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২০:৫৫

ফরিদগঞ্জে কৃষকদের মাঝে বীজ বিতরণকালে ইউএনও সেটু কুমার বড়ুয়া

আমাদের অর্থনীতিতে কৃষকরা বড়ো ভূমিকা রাখছে

প্রবীর চক্রবর্তী।।
আমাদের অর্থনীতিতে কৃষকরা বড়ো ভূমিকা রাখছে

ফরিদগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। তিনি বলেন, সরকার আগের চেয়ে কৃষকদের অনেক বেশি প্রণোদনা প্রদান করছে। নতুন নতুন জাতের বীজ, সার দেয়ার মাধ্যমে কৃষকদেরকে উন্নত জাতের ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করছে। এর কারণ বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত এদেশে খাদ্য উৎপাদন বাড়ানো প্রয়োজন। কৃষকরাই পারে এ ক্ষেত্রে ভূমিকা রাখতে । আশা করবো, কৃষকরা নিজেদের অবস্থান থেকে এই প্রণোদনার মাধ্যমে উৎপাদন বাড়াতে আরো ভূমিকা রাখবেন। আমাদের অর্থনীতিতেও কৃষকরা বড়ো ভূমিকা রাখছেন।

এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলম, ইলিয়াস হোসাইনসহ উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়