রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৫৯

মৌলভীবাজারে মামুনুল হককে নিয়ে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে মামুনুল হককে নিয়ে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর আল্লামা মামুনুল হককে জড়িয়ে উদীচী গোষ্ঠীর সভাপতি জহুর লাল দত্তের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য প্রত্যাহারের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) রাত সাড়ে ১০ টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে চৌমুহনা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রাণের স্পন্দন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়ালের সভাপতিত্বে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাও. ইসলাম উদ্দীন , সহ-সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, যুব মজলিসের জেলা সহ-সভাপতি শাহ মিসবাহ, পৌর শাখার সহ- সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন, খেলাফত নেতা মুফতী আল আমিন আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা সহ- সভাপতি মাজহারুল ইসলাম শাফী, ছাত্র নেতা আতাউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জহর লাল দত্ত উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছেন। তার এই বক্তব্য ষড়যন্ত্রমূলক, যা আমাদের শান্ত এবং সম্প্রতির শহরে অশান্তি সৃষ্টির যড়যন্ত্র হতে পারে। নেতৃবৃন্দ উপস্থিত প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, অতি দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। তারা আরও বলেন, জহুর লাল দত্ত তার বক্তব্যের মাধ্যমে তাদের কলিজায় আঘাত করার দুঃসাহস দেখিয়েছে। আমরা সাবধান করে স্বৈরাচারের দোসর ইসকন গংকে বলে দিতে চাই, বিন্দু পরিমাণ ছাড় দিবো না। আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে যদি সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চায় তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়