বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২০:৩০

চাঁদপুর সদরসহ বিভিন্ন উপজেলার ১০২ এসি ল্যান্ড প্রত্যাহার

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর সদরসহ বিভিন্ন উপজেলার ১০২ এসি ল্যান্ড প্রত্যাহার

চাঁদপুর সদর এসিল্যান্ড মো. আল এমরান খানসহ সারাদেশে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই রদবদলের কথা উল্লেখ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

চাঁদপুর সদর এসিল্যান্ড মো. আল এমরান খানকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অধীন পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রত্যাহার করা কর্মকর্তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এই পরিবর্তন প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা বৃদ্ধি এবং মেধা ও অভিজ্ঞতার সুষম বণ্টনের লক্ষ্যেই করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালনরত ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের ধাপে ধাপে প্রত্যাহার করে নতুন দায়িত্বে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এটি পরিকল্পিত প্রশাসনিক রোটেশনের অংশ, যা দীর্ঘমেয়াদে সরকারি সেবায় গুণগত মান নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

দেশে ভূমি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এসি ল্যান্ডদের সরাসরি জনগণের সঙ্গে কাজ করতে হয়। তাদের মাধ্যমে জমির মালিকানা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ নানা বিষয়ে সেবা দেয়া হয়ে থাকে। ফলে এমন রদবদল স্থানীয় প্রশাসনে কিছুটা অস্থিরতা তৈরি করলেও দীর্ঘমেয়াদে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।

নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে মাঠ প্রশাসনে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাদের বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্ব দেয়া মানে প্রশাসনের ওপর থেকে চাপ কমানো এবং সমন্বিত সেবাপ্রদানে গতি আনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়