প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০০:২৫
কলার আড়ত থেকে ফনীমনসা সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সপ্তাহের ব্যবধানে নতুনবাজার কলার আড়ত থেকে একটি ফণীমনসা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে শহরের নতুনবাজারস্থ কলার আড়তে একটি সবুজ ফণীমনসা সাপ দেখে বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাপটিকে উদ্ধারের জন্যে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ সাপটিকে উদ্ধার করেন।
সজল দেব জানান, গত সপ্তাহে একই বাজার থেকে আরও একটি ফণীমনসা সাপ উদ্ধার করেছেন। তিনি জানান, ফণীমনসা একটি নিরীহ প্রজাতির সাপ। এটি গভীর বনে বসবাস করে। কলার ছড়ার ভেতরে হয়ে সাপটি পাহাড়ী এলাকা থেকে বাজারে চলে এসেছে।
অক্ষত অবস্থায় উদ্ধারের পর সাপটিকে বনবিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।