প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২২:৩০
ছায়াবাণী মোড়ে পৌরসভার উচ্ছেদ অভিযান

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ প্রতাপ সাহা সড়ক সম্প্রসারণ ও নির্মাণ কাজের স্বার্থে ছায়াবাণী রেল ক্রসিংয়ে অবৈধ দোকানপাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে চাঁদপুর পৌরসভা। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকাল ১১টায় চাঁদপুর পৌরসভা ও রেলওয়ে প্রশাসনের সমন্বয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ প্রতাপ সাহা সড়ক সম্প্রসারণ ও নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছিলো রেল লাইনের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের কারণে। ছায়াবাণী রেলক্রসিং থেকে সিএসডি গোডাউনের দিকে যে রেললাইনটি স্থাপন করা ছিলো, তার অন্তত ১০টি অবৈধ দোকানের কারণে শহরের ব্যস্ততম ছায়াবাণী মোড়ের এ দোকানগুলো দীর্ঘদিন ধরে ভাড়া বা অস্থায়ীভাবে চালিয়ে আসছিলো কিছু ব্যবসায়ী। এতে প্রতাপ সাহা সড়কের অসমাপ্ত কাজ শেষ করতে পারছিলো না ঠিকাদারি প্রতিষ্ঠান, যা ভোগান্তি বাড়াচ্ছিলো সাধারণ মানুষের চলাচলে এবং শহরের যানজটে।
|আরো খবর
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, প্রতাপ সাহা সড়কের কাজটি দীর্ঘদিন স্থগিত হয়ে আছে। রেলওয়ের জায়গায় অবৈধ দোকানপাট থাকায় ঠিকাদার কাজের শেষ অংশ করতে পারছে না। আমরা বিগত তিন মাস ধরে নোটিস ও মৌখিকভাবে বহুবার অনুরোধ করেছি। সোমবার রাতেও তাদের জানানো হয়েছে। কিন্তু দোকান না সরানোয় রেলওয়ের সাথে সমন্বয় করে জনগণের স্বার্থে সড়কটি চালু করার স্বার্থেই এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, এই সড়কটি পুরোপুরি নির্মাণ শেষ হলে শহরের যানজট অনেকটাই লাঘব হবে এবং ছায়াবাণী মোড় হয়ে শহরের দক্ষিণ-পূর্ব অংশে যাতায়াত সহজ হবে। পৌর প্রশাসন জানিয়েছে, এ ধরনের অন্যান্য অবৈধ দখল উচ্ছেদ অব্যাহত থাকবে।