মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৬

দেবীদ্বার গাদিসাইর বাংলাদেশ সেবাশ্রমে মহানামযজ্ঞ চলছে

স্টাফ রিপোর্টার
দেবীদ্বার গাদিসাইর বাংলাদেশ সেবাশ্রমে মহানামযজ্ঞ চলছে

"জয় রাধেশ্যাম" জপমন্ত্র সামনে রেখে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর প্রতিষ্ঠিত কুমিল্লা দেবীদ্বার উপজেলাধীন গাদিসাইরস্থিত বাংলাদেশ সেবাশ্রম প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপী ৪৩তম বার্ষিক মহোৎসব চলছে। তদুপলক্ষে ৬ ফেব্রুয়ারি রোববার অধিবাস কীর্তন শেষে ৭ ফেব্রুয়ারি সোমবার অরুনোদয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ আরম্ভ হয় এবং ৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অরুনোদয়ে মহানামযজ্ঞের পরি সমাপ্তি ও নগর পরিক্রমা।

এতে নামসূধা পরিবেশন করছেন- খুলনা হতে আগত নব নিত্যানন্দ সম্প্রদায়, বাগেরহাট হরিভক্তি সম্প্রদায়, সাতক্ষিরা দেব নারায়ণ সম্প্রদায়, কুমিল্লা নিতাই গৌর সম্প্রদায় ও গীতাঞ্জলী সম্প্রদায় এবং স্থানীয় বিবেকানন্দ সম্প্রদায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়