প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২০:২২
মতলব উত্তরে বিশেষ কম্বিং অপারেশন
অবৈধ মাছের জাগ ও বাঁধ অপসারণের অভিযানে ৬টি জাগ উচ্ছেদ ও জাল জব্দ

মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে অবৈধ মাছের জাগ ও বাঁধ অপসারণের জন্যে কোস্টগার্ড, নৌ পুলিশ ও আনসার সমন্বয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) ধনাগোদা নদীর কালীপুর , চান্দ্রাকান্দি, গোপালপুর ও বেলতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীতে
অবৈধভাবে স্থাপিত ৬টি জাগ বাল্কহেডের সহায়তায় উচ্ছেদ ও অপসারণ করা হয়। ৫টি মশারী জাল ও ২টি সুতার জাল, জাগের জন্যে ব্যবহৃত ১০০টি বাঁশ জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাগের জন্যে ব্যবহৃত ১০০টি বাঁশ মৎস্য অফিসারের জিম্মায় প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ ও উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, ধনাগোদা নদীতে অবৈধ জাগ গড়ে তুলেছে জেলেরা। এতে করে মাছ চলাচলে প্রতিবন্ধকতা এবং মাছের অবাধ বিচরণ হুমকির মুখে পড়ছে। এ ছাড়া যত্রতত্র জাগ দেওয়ায় নৌযান চলাচল হুমকিতে পড়ছে। জাগ গড়ে তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অপরাধ। পর্যায়ক্রমে নদী থেকে সকল বাঁশের জাগ উচ্ছেদ করা হবে। এ বিষয়ে প্রশাসন অভিযানসহ কঠোর ব্যবস্থাগ্রহণ করছে। অবৈধ জাগ গড়ে তোলার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।








