প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২০:৫৮
মতলব উত্তরে সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান
নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং পুলিশি সেবাকে জনবান্ধব করতে আমরা কাজ করছি। নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশসহ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্যে আমরা শক্ত নিরাপত্তা বলয় তৈরি করবো। কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রার্থীরা যদি নির্বাচনী আচরণবিধি মেনে তাঁদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন, তাহলে নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেলে মতলব উত্তর থানা প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন ও ভূমিদস্যুদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব, ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাসার ও সেক্রেটারি মেহেদী হাসান নাজির।
এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক ফারুক হোসেন, জাকির হোসেন বাদশা, নুরু মোহাম্মদ খান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও জেনারেল সেক্রেটারি ডালিম চৌধুরী, ব্যবসায়ী টিপু সুলতান ফরাজি, ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় সুধী সমাজের প্রতিনিধিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা এবং অপরাধ দমন কার্যক্রম নিয়ে তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার এঁদের সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং








