প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২১:০৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
চাঁদপুর-২ আসনে জামায়াতসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
চাঁদপুর-২ আসনে জামায়াত ইসলামীসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মোবিনসহ তিন প্রার্থী মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছে। নির্বাচন কমিশন (ইসি)তে আপীল করে তারা মনোনয়নের বৈধতা ফিরে পান।
|আরো খবর
মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মোবিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তিনি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তাঁর আবেদন পর্যালোচনা শেষে কমিশন আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।রোববার (১১ জানুয়ারি ২০২৬) বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এছাড়া নির্বাচন কমিশনে আপিলে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে আরোও দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।
এরা হলেন : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী।শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বেলা ১২টার দিকে শুনানিতে তাঁর দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় কমিশন তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেন। এছাড়া
বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী মো. ফয়জুন্নুর আখন রাসেলের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি ২০২৬) বেলা ২টার দিকে শুনানিতে তাঁর দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় কমিশন তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মোবিন বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। এখন শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে থেকে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবো। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে রায় দেবেন।
গত শনিবার (৩ জানুয়ারি ২০২৬) চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৫ জনের বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের আপিলের প্রেক্ষিতে কমিশন আপিল মঞ্জুর করে এ পর্যন্ত চাঁদপুর-২ আসনে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।








