সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২১:৪৫

চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের প্রাক্তন ধর্মীয় শিক্ষকের ইন্তেকাল

মো. আবুল কালাম।।

শাহরাস্তির বিশিষ্ট আলেম ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের প্রাক্তন ধর্মীয় শিক্ষক মাওলানা কফিলউদ্দিন (৮৫) শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাত ৯টা ১০ মিনিটে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে..….....রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রোববার (৪ জানুয়ারি ২০২৬) বেলা ২টায় চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা ও বেলা ৩টায় নিজ বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্কুল শাখার ধর্মীয় শিক্ষক মাওলানা আবু ইউসুফ, মরহুমের জামাতা মো. আনোয়ার হোসেন চৌধুরী, পুত্র মো. শরীফ উল্লাহ, সমাজসেবক তাফাজ্জল হোসেন, স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজির আহমেদ ও কলেজ শাখার অধ্যক্ষ মো. আবুল কালাম।

সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা পর্বশেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী। জানাজায় চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, মরহুমের আত্মীয়-স্বজন, শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মুসল্লি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়