সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২০:৪৫

চাঁদপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের নূতন নেতৃত্ব তথা কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। রোববার (৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনে এ দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফের কাছে প্রেসক্লাবের যাবতীয় কাগজপত্র, স্থাবর ও অস্থাবর সম্পত্তির কাগজসহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন বিদায়ী সভাপতি রহিম বাদশা ও বিদায়ী সাধারণ সম্পাদক কাদের পলাশ।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী সভাপতি রহিম বাদশা বলেন, চাঁদপুর প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও অধিকার রক্ষার প্রতীক। নতুন নেতৃত্বের মাধ্যমে এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করি।

বিদায়ী সাধারণ সম্পাদক কাদের পলাশ বলেন,

আমাদের দায়িত্বকালীন সময়ে সবাই সহযোগিতা করেছেন। আশা করি নতুন কমিটিও একইভাবে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করবে।

নবাগত সভাপতি সোহেল রুশদী দায়িত্ব গ্রহণ করে বলেন, চাঁদপুর প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। সকল সদস্যের সহযোগিতা নিয়ে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং প্রেসক্লাবের সুনাম আরও বৃদ্ধি করতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।

নবাগত সাধারণ সম্পাদক এমএ লতিফ বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য এবং কল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েই ২০২৬ সালে দায়িত্ব পালন করতে চাই। এজন্যে সবার সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভনসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়া ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমআর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো. জাকির হোসেন এবং নির্বাহী সদস্য একে আজাদ ও নেয়ামত হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়