শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

ঋণের বোঝা মাথায় নিয়ে ফরিদগঞ্জে দুজনের আত্মহনন

ঋণের বোঝা মাথায় নিয়ে ফরিদগঞ্জে দুজনের আত্মহনন
প্রবীর চক্রবর্তী

ঋণের বোঝা মাথায় নিয়ে ফরিদগঞ্জে গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শফিউল্লা মোল্লার ছেলে বিটু মোল্লা (৪০) ও রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের বাবুল বেপারীর স্ত্রী সেলিনা বেগম (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকালে বিটু মোল্লার লাশ ঘরের ভেতরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ও সেলিনা বেগমের লাশ বাড়ির পাশের কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজেদের বসতবাড়িতে উভয়ের মৃত্যুর ঘটনা ঘটে।

বিটু মোল্লার অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, তার স্বামী বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছে থেকে ঋণ সংগ্রহ করতো। নির্দিষ্ট কোনো কাজ না করায় ঋণের কিস্তি দিতে সমস্যা হতো। এ নিয়ে মাঝে মধ্যে ঝগড়া-বিবাদ হতো। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাতে হঠাৎ করেই তার স্বামী তাকে মারতে আসে, পরে সে ভয়ে ঘরের বাইরে বের হয়ে আসলে তিনি ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলে তাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এদিকে সেলিনা বেগমের মৃত্যুর বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম মৃধা বলেন, বিভিন্ন স্থান থেকে ঋণ করে তার এক ছেলেকে প্রবাসে পাঠানো হয়েছে। এখনো ঋণ পরিশোধ হয়নি। এর মাঝে ছেলে বিদেশ থেকে চলে আসতে চায়। এ খবরে পারিবারিক কলহের সৃষ্টি হয়েছে তার পরিবারে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাতে পরিবারের সদস্যদের রাতের খাবার খাইয়ে সেলিনা বেগম ঘুমিয়ে পড়লেও শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) ভোরে বসতঘরের পাশে একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশকে খবর দেয়া হয়।

এদিকে সেলিনা বেগমের পরিবার এনজিও থেকে ঋণ নেয়ার কথা স্বীকারের পাশপাশি জানান, সেলিনা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের জন্যে জেলা সদরস্থ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়