প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২১:৩৯
ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র-জনতা। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁদপুর শহরে মিছিল করে বাইতুল আমিন মসজিদ চত্বরে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্র-জনতা নেতৃবৃন্দ। বক্তারা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
|আরো খবর
এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন ‘হাদির ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’।
তফসিল ঘোষণার পরের দিন বর্বরোচিত এই হামলার প্রতিক্রিয়ায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। ক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও প্রতিবাদের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।








