প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭
মহামায়াতে ভোরে সড়কে বাসের চাকায় পিষ্ট মাদরাসা ছাত্র

ভোরে বাসের চাকাতে পিষ্ট হয়ে প্রাণ গেলাে আট বছর বয়সী মাদরাসা ছাত্র মাহফুজের। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫)
|আরো খবর
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারের পশ্চিম পাশে আড়িবাড়ির সামনে এ ঘটনা ঘটে। শিশুটিকে চাপা দিয়ে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি পালিয়ে গেলে স্থানীয়রা সড়ক অবরোধ করে। মাহফুজ একই উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল গ্রামের পাটোয়ারী বাড়ির হাফেজ মঈনুল ইসলামের ছেলে।
স্থানীয় মিজান পাটোয়ারী জানান, শিশুটি স্থানীয় বেসরকারি মাদরাসাতে পড়ে। ভোর ৬ টার দিকে সে তার মায়ের সাথে মাদরাসা যাওয়ার পথে দ্রুতগামী সৌদিয়া পরিবহনের বাসটি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। শিশুটি সড়কে পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা প্রায় আধা ঘন্টা
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।
শিশুটির বাবা স্থানীয় মহামায়া বাজার মসজিদের সহকারী ইমাম মঈনুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে জানান, বাসটি আস্তে আসলে হয়তো আমার সন্তানটিকে মরতে হতো না। আমার সন্তানের কোনো দোষ ছিলো না, বাসটি এক পাশে এসে আমার ছেলেটাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
সড়কে বাস চাপায় শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে
সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ জানান, শিশুটির পরিবার আইনগত সহযোগিতা চাইলে আমরা তাদেরকে সহযোগিতা করবো।








