প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৪৫
ফরিদগঞ্জে ডাকাতের হামলায় আহত ৩ ॥ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ফরিদগঞ্জে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা মালামাল লুটে নেয়। এ সময়ে ডাকাতদের হামলায় ঘরে থাকা নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছে। ঘটনাটি বুধবার (১২ নভেম্বর ২০২৫) দিনগত রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ঘটে। আহতরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আহতরা হলেন : জেসমিন বেগম (৩৮), নূর (১০) ও আলো(১০)।
|আরো খবর
আহত জেসমিন বেগমের ভাই ফরিদ হোসেন জানান, বুধবার দিনগত রাতে বোয়ালিয়া গ্রামের উত্তর কাজী বাড়ির প্রবাসী মিজানুর রহমানের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে ঘরে থাকা সদস্যদের মারধর ও জিম্মি করে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। তিনি জানান, ১০/১২ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে এই ঘটনা ঘটায়। সংবাদ পেয়ে রাতেই ফরিদগঞ্জ থানার এসআই হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।








