প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২৩:৩০
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা কাজী রফিকের বাবা মাওলানা মো. ফখরুল ইসলাম কাজী শনিবার (১ নভেম্বর ২০২৫) আনুমানিক ভোর ৫টায় ইন্তেকাল করেছেন। এছাড়া ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরী রোববার রাত আড়াইটায় ঢাকা স্কয়ার হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
|আরো খবর
মাওলানা মো. ফখরুল ইসলাম কাজী ও মফিজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
নেতৃদ্বয় এক শোক বার্তায় বলেন, মাও. ফখরুল ইসলাম ও মফিজুল ইসলাম চৌধুরী ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তি, পরোপকারী ও সমাজসেবী। নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।








