প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২১:১০
মতলবে জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা

মতলব দক্ষিণ উপজেলায় শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
|আরো খবর
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে আলোচনা সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি সাংবাদিক গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও রংধনু সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শ্যামল চন্দ্র দাস, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির ও এমডিএফ সমিতির সভাপতি শাহিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক সৈকত মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন মতলব শ্রমজীবী সমবায় সমিতির পরিচালক রুবেল।
আলোচনার পূর্বে ব্যানার, ফেস্টুন ও বেলুনে সজ্জিত র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ মানুষ।
সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠতে পারে আত্মনির্ভরশীল সমাজ। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব বলেও তাঁরা মত প্রকাশ করেন।








