রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২০:২২

মা ইলিশ রক্ষা অভিযান

মেঘনায় জেলা প্রশাসকের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে সেনাবাহিনীর অংশগ্রহণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মেঘনায় জেলা প্রশাসকের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে সেনাবাহিনীর অংশগ্রহণ
চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫ বাস্তবায়নে সেনা অফিসারসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোস্টগার্ড, মৎস্য কর্মকর্তা ও টাস্কফোর্সের অন্যরা।

ইলিশ সম্পদ সংরক্ষণে এবার চাঁদপুরে সরাসরি অভিযানে নেমেছে সেনাবাহিনী। রোববার (১৯ অক্টোবর ২০২৫) মেঘনা নদী ও আশপাশের এলাকায় মা ইলিশ রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি দল।

২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় 'মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫'-এর অংশ হিসেবে এদিন বিকেল ৩টা ১৫ মিনিটে চাঁদপুরের মেঘনা নদীতে এক যৌথ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানটি বাস্তবায়ন করে জেলা মৎস্য দপ্তর, চাঁদপুর। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা পুলিশ, নৌ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলার দায়িত্বে থাকা সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, পিএসসি, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদ, বাংলাদেশ নৌবাহিনীর

লেফটেন্যান্ট রাফায়েল মনোয়ার, বাংলাদেশ কোস্টগার্ড, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অভিযান চলাকালীন মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ প্রতিরোধে টাস্কফোর্স দল একযোগে কাজ করে। মা ইলিশ রক্ষায় সরকারের কঠোর অবস্থান বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়