প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২১:৪৩
হরিণা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে সাড়ে ৩ লাখ মিটার জব্দ কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের পদ্মা-মেঘনায় টানা ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের ২য় দিনে রোববার (৫ অক্টোবর ২০২৫) চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের অন্তর্ভুক্ত হরিণা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৩ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সকাল ৮টায় মেঘনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। নদীর তীরেই স্থানীয়দের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান উল ইসলাম। তিনি বলেন, সরকার ঘোষিত মা ইলিশ ধরা নিষিদ্ধের কার্যক্রম পালন করে যাচ্ছি। নদীতে কোনো প্রকার জাল পাতানো অবস্থায় যদি কোনো জেলেকে দেখা যায় তাদেরকে মৎস্য আইনের যে শাস্তি সেটাই আমরা দেবো। যাতে করে কোনো জেলে নদীতে ইলিশ শিকার করতে না পারে। এ সময় উপস্থিত ছিলেন এসআই সেলিম রেজা, এএসআই নূর উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।