সোমবার, ২৮ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২১:০১

চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নে সভা

মানিক ভাই আন্দোলন-সংগ্রামে সুখে দুঃখে সবসময় আমাদের পাশে আছেন

---দেওয়ান মো. সফিকুজ্জামান

স্টাফ রিপোর্টার ॥
মানিক ভাই আন্দোলন-সংগ্রামে সুখে দুঃখে সবসময় আমাদের পাশে আছেন
পুরাণবাজার পূর্ব জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ৩নং মহল্লা কমিটির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।

চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৭ জুলাই ২০২৫) বিকেলে পুরাণবাজার ৯৪নং পূর্ব জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং মহল্লা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং এই ওয়ার্ডের বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রমের প্রধান সমন্বয়ক দেওয়ান মো. সফিকুজ্জামান।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে হবে--এটাই স্বাভাবিক। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের ভেতর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হতে পারবে না। মনে রাখতে হবে, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান ও আমাদের প্রিয় মানিক ভাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। মানিক ভাই আমাদের আন্দোলন সংগ্রামে সুখে-দুঃখে সবসময় পাশে আছেন। তাঁকে এমপি বানানো আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। এর মধ্যে কোনো সন্দেহ নেই। শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের বিএনপির পরীক্ষিত নেতা। এই দল করতে গিয়ে তিনি অনেক নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর কাজের মূল্য দিতে হবে।

দেওয়ান সফিক বলেন, দলটি ভাঙ্গার জন্যে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই। শহীদ জিয়ার গড়া দল বিএনপিকে তাঁর যোগ্য উত্তরসূরি তারেক রহমান সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে আমরা যাতে বিপুল ভোটে বিজয়ী হই, সেই লক্ষ্য নিয়ে ঘরে ঘরে বিএনপির সদস্য বাড়াতে হবে। আজকে সনাতন ধর্মাবলম্বীরাও বিএনপির সদস্য হচ্ছেন। তারা মনে করেন বিএনপির কাছে তারা নিরাপদ। যারা বিএনপি নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন মামলা-হামলা করেছে, মামলার বাদী হয়েছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। নিরীহ আওয়ামী লীগের কেউ সদস্য হতে চাইলে আমরা তাদের বারণ করবো না। তিনি বিএনপির সদস্য সংগ্রহের এ অভিযানকে সফল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ও পৌর বিএনপির সদস্য মো. সহিদুল ইসলাম মক্কু ছৈয়াল, জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ বেপারী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ঈশিতা বেগম।

ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক মজিব, সাবেক সাধারণ সম্পাদক জাকির লস্কর, বিএনপি নেতা হারুন হাওলাদার প্রমুখ।

এছাড়া ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিশন বেপারী, ওয়ার্ড বিএনপির ৩নং মহল্লা কমিটির সভাপতি ইমরুল কায়েস লিটন, সাধারণ সম্পাদক বাদল পাটওয়ারী, ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শাহিনা বেগমসহ ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদস্য হবার নির্ধারিত ফি জমা ও ফরম পূরণ করে নতুন সদস্য ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়