সোমবার, ২১ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ৯ বছরের খরা কাটাল বাংলাদেশ
  •   চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
  •   চাঁদপুর বিআরটিএ কার্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে--
  •   হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষমতার দাপটে বিচার পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৮:৫৬

কচুয়ার বিশিষ্ট আলেম অধ্যক্ষ মুফতি নুরুল আলম মজুমদারের চির বিদায়

দুই দফা জানাজায় অসংখ্য শোকার্ত আশেকে রাসুল সুন্নী জনতার ঢল

আলমগীর তালুকদার।।
দুই দফা জানাজায় অসংখ্য শোকার্ত আশেকে রাসুল সুন্নী জনতার ঢল
কচুয়ায় অধ্যক্ষ মো. নুরুল আলম মজুমদারের জানাজাশেষে দোয়া মোনাজাতের একাংশ (ইনসেটে অধ্যক্ষ মো. নুরুল আলম মজুমদারের ফাইল ছবি)

কচুয়া উপজেলার বিশিষ্ট আলেম, বিভিন্ন ইসলামী সংগঠনের সক্রিয় সংগঠক, আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলার শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. নুরুল আলম মজুমদার (৬০) শনিবার (২০ জুলাই ২০২৫) দিবাগত রাত সাড়ে তিনটার সময় কড়ইয়া ইউনিয়নের নলুয়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু মেয়ে, দু ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার সকাল ১১টায় মরহুমের কর্মস্থল নিজ মাদ্রাসার সামনে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর নলুয়া নিজ বাড়িতে শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উভয় জানাজায় অসংখ্য আলেম, সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং তাঁর দীর্ঘ চাকরিকালীন সময়ের অসংখ্য ছাত্রসহ কয়েক হাজার নবী প্রেমিক সুন্নী মুসলমান অংশ নেন।

জানাজার পূর্বে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন মীরেশ্বরাই দরবার শরীফের পীর সাহেব ও রহিমানগর লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা হাফেজ মেসবাহুল ইসলাম লতিফি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আল-কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাওলানা এএইচএম আহসান উল্লাহ, কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর শাহ আল কাদেরী, সাধারণ সম্পাদক আ. হক, শ্রীরামপুর মোহম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মনির হোসেন, কড়ইয়া ইউপি চেয়ারম্যান আবদুছ সালাম সওদাগর, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম মালেক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন ও কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এনায়েত হোসেন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান ও শ্রীরামপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতার সন্তান সমাজসেবক নাছির উদ্দিন প্রমুখ।

জানাজায় আহলে সুন্নাত ওয়াল জামাত, জমিয়াতুল মোদার্রেছিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের জামাতা মুফতি মাওলানা ওমর ফারুক শাহজী ।

জানাজা শেষে আলেম সমাজের অন্যতম অভিভাবক নুরুল আলম মজুমদারকে চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁর বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর পিতার সমাধির পাশে।

অধ্যক্ষ নূরুল আলম মজুমদার একাধারে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার সভাপতি, ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক, কচুয়া উপজেলা ইমাম খতিব কল্যাণ ট্রাস্টের সভাপতি এবং কচুয়া কান্দিরপাড় জামে মসজিদ ও ঈদগাহর খতিব ছিলেন। তাঁর মৃত্যুতে কচুয়া জুড়ে আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়