রবিবার, ২০ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ৯ বছরের খরা কাটাল বাংলাদেশ
  •   চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
  •   চাঁদপুর বিআরটিএ কার্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে--
  •   হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষমতার দাপটে বিচার পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৪:৪৬

মতলব উত্তরে এখলাসপুর সেন্টার অফ হেলথ 'ইকো'র মতবিনিময় সভা

ইকো'র মতো চিকিৎসা কেন্দ্র সমাজে খুবই প্রয়োজন : প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

ইকো'র মতো চিকিৎসা কেন্দ্র সমাজে খুবই প্রয়োজন : প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
মাহবুব আলম লাভলু

চরাঞ্চল সমৃদ্ধ মতলব উত্তর উপজেলার এখলাসপুরে গরিবের হাসপাতাল নামে খ্যাত এখলাসপুর সেন্টার অফ হেলথ 'ইকো'তে ২০-এর অধিক অধ্যাপক চিকিৎসকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ইকো'র এলামনাই ও মতবিনিময় সভা। এই ইকো'র সাবেক ও বর্তমান চিকিৎসক, টেকনিশিয়ান সহ সকল স্টাফের মিলন মেলাও অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ জুলাই ২০২৫) ইকো'র প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মোস্তফা জামানের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বরেণ্য বেশ ক'জন চিকিৎসক (অধ্যাপক) ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই এখলাসপুর সেন্টার অফ হেলথ কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। কেন্দ্রটি এই এখলাসপুর ইউনিয়নের চরাঞ্চল সহ পুরো ইউনিয়নের সকল পরিবারের আর্থসামাজিক অবস্থা এবং তারা কী পর্যায়ের হাসপাতাল ও কী পর্যায়ের ডাক্তারের চিকিৎসা নিয়ে অভ্যস্ত সেই তথ্য এখানে সংরক্ষণ, ইকোর রোগীদের চিকিৎসাপত্র, টেস্ট রিপোর্ট সহ সকল কিছু অনলাইনে সংরক্ষণে রাখা হচ্ছে দেখে তারা অভিভূত হন।

এখলাসপুর সেন্টার অফ হেলথ 'ইকো'র প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মোস্তফা জামানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সোহেল রেজা চৌধুরী, আইসিডিডিআরবি'র সিনিয়র বিজ্ঞানী ড. শামস আল আরিফীন, আইইডিসিআরে'র উপদেষ্টা ও ডাকসু'র সাবেক জিএস অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, নিপসম'র রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডা. নওরোজ আফরিন, ইউনিসেফের সাবেক ন্যাশনাল স্পেশালিস্ট ডা. আশেক আহম্মেদ শহীদ রেজা, আইইডিসিআরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডা. মোহাম্মদ সাব্বির হায়দার, ইকো'র মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, সাবেক মেডিকেল অফিসার ডা. নাহিদ সরকার প্রমুখ।

প্রধান অতিথি প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, 'ইকো'র মতো চিকিৎসা কেন্দ্র সমাজে খুবই প্রয়োজনীয়। এই চিকিৎসা কেন্দ্র থেকে গরিব ও অসহায় মানুষরা খুব সহজেই স্বাস্থ্যসেবা পাচ্ছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে। এছাড়াও তিনি এই ধরনের সেবামূলক কাজের জন্যে ইকোর প্রতিষ্ঠাতাকে অভিনন্দন জানান এবং সাধারণ মানুষের সেবাদানে এই চিকিৎসা কেন্দ্রটি অনন্য ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন। সেবামূলক এই প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, সত্যি বলতে এই ইকো'র মোস্তফা জামান ভাই মূলত আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে আনেননি, আমরা জোর করেই এখানে এসেছি। আমরা মূলত ঢাকায় প্রতিষ্ঠিত একজন ব্যস্ত মানুষ, ঢাকার ব্যস্ততার মাঝেও তিনি নিজ গ্রামের দরিদ্র ও সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দিতে কাজ করছেন বলে শুনেছি এবং নিজ চোখে তা দেখার জন্যেই আজ এখানে এসেছি। এসে জামান ভাইয়ের এই চিকিৎসা কেন্দ্রটি দেখে সত্যিই অভিভূত।

তিনি বলেন, নিজ এলাকার সাধারণ মানুষদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে জামান ভাই আমাদের চেয়ে সত্যিই অনেক এগিয়ে। মানবিক চিন্তা থেকে করে যাওয়া জামান ভাইয়ের এ কাজের জন্যে ভাইকে আন্তরিত অভিনন্দন। সাধারণ মানুষের চিকিৎসা সেবার এই প্রতিষ্ঠানটি তিনি টিকিয়ে রাখবেন সেই প্রত্যাশাই করছি।

অনুষ্ঠানে ইকো'র প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মোস্তফা জামান বলেন, স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে গরীবদের চিকিৎসা কেন্দ্র নামে খ্যাত এই স্বাস্থ্য কেন্দ্রটির মাধ্যমে গরীবদের সেবা দিতে পারছি বলে আমি সত্যিই গর্বিত । সকলের সহযোগিতা নিয়ে আমি গরীব মানুষদের সেবা দেয়ার এই কার্যক্রমটি চালিয়ে যেতে চাই। এ কাজে সকলের সহযোগিতা চাই। তিনি আরো বলেন, দেশের চিকিৎসা ক্ষেত্রে খ্যাতিমান এই মানুষরা যাঁরা ব্যস্ততার মধ্যেও অজপাড়াগাঁয়ে প্রতিষ্ঠিত আমার এই চিকিৎসা কেন্দ্রটি দেখতে আসছেন, তাদেরকে অভিনন্দন মোবারকবাদ। আপনাদের এই উপস্থিতি আমার চিকিৎসা কেন্দ্রে বর্তমানে কর্মরতদের অনেক অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়