শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ২৩:৫১

ইসলামপুর গাছতলায় অগ্নিকান্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই

সোহাঈদ খান জিয়া
ইসলামপুর গাছতলায় অগ্নিকান্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
প্রতীকী ছবি

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা গ্রামের খান বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ৩ টি বসতঘর পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্যে রক্ষা পেয়েছে পুরো বাড়ি।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার রাত প্রায় সাড়ে ৮ টায়।

জানা যায়, মোফাজ্জল হোসেন খানের রান্না ঘর হতে অগ্নিকান্ডের সুএপাত হয়।এতে মুহুর্তের মধ্যে ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলোঃ মোফাজ্জল হোসেন খান, আঃরহিম খান ও জামাল খান।

ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকান্ডে তাদের ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এবং তাদের ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এব্যাপারে ইউপি সদস্য মোঃ জাকির খান বলেন, অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ৩ টি পরিবারের ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা না আসলে পুরো বাড়ির বসতঘর পুড়ে যেতো। আল্লাহ রক্ষা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়