শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ১৪:১৫

ফরিদগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথ গীতা প্রচার সংঘের গীতা বিতরণ

ফরিদগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথ গীতা প্রচার সংঘের গীতা বিতরণ
ফরিদগঞ্জ ব্যুরো

ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথ গীতা প্রচার সংঘ বিনামূল্যে গীতা ও মাস্ক বিতরণসহ নানা কার্যক্রম করেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের কাচিয়াপাড়ায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি গীতা ও মাস্ক বিতরণ করেন।

এ সময় দৈনিক সংবাদ এর চাঁদপুর প্রতিনিধি অমরেশ দত্ত জয়, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী,বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি রতন দাস, সাধারণ সম্পাদক শ্রীধাম চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক ক্লিন্টন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, সদস্য বিকাশ চন্দ্র দাস, সমর দাস, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি বিশ্বজিৎ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক দীলিপ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

এ সময় শ্রী শ্রী ভক্তি বেদান্ত গীতা স্কুলের বার্ষিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় বক্তারা জন্মাষ্টমী উপলক্ষে বলেন, দুষ্টের দমন সৃষ্টের পালনের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তিনি আমাদের মাঝে শ্রীমদ্ভাগবদগীতার মাধ্যমে যেই বাণী ছড়িয়েছেন। তা সনাতন ধর্মালম্বী হিসেবে পালন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা ভগবান শ্রী কৃষ্ণের এই জন্মাষ্টমীতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

এদিনে লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা পরে জেলার মতলব, হাজীগঞ্জ ও চাঁদপুর সদরের বিভিন্ন গীতা স্কুল পরিদর্শন ও সনাতনীদের সাথে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়