বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৯

ফরিদগঞ্জ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত 

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জ  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত 

চাঁদপুর সদর চান্দ্রা- ফরিদগঞ্জ ভাটিয়ালপুর সড়কের হাঁসা মাদরাসা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খোকন গাজী (৪০) নামে একজন আরোহী নিহত হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক জলিল(৪২) গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা বারোটার সময় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ নিহতের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য হাসপাতাল থেকে উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে যায়। নিহত খোকন গাজী বাগাদী স্কুল এলাকার মৃত মানিক গাজীর ছেলে।তার নাবালক তিনটি ছেলে সন্তান রয়েছে।

থানার এসআই শাহজাহান ও আবদুস কুদ্দুস সরকার জানান, চান্দ্রা মদিনা মার্কেট যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাস্তার পিলারের সাথে আঘাত পেয়ে মোটর সাইকেল আরোহী ওই দুইজন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। চালক জলিলকে হাসপাতালে ভর্তি দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত খোকন গাছ কাটার কাজ করে। অপরদিকে জলিল গাছের ব্যবসা করেন। হাঁসা মাদরাসা এলাকায় গাছ দেখে ফেরার পথে তারা মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়