মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ২২:৩৭

রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্টের চাঁদপুর এরিয়ার জিরো আওয়ার সেলিব্রেশন

অনলাইন ডেস্ক
রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্টের চাঁদপুর এরিয়ার জিরো আওয়ার সেলিব্রেশন

রোটার‍্যাক্ট জেলা-৩২৮২ বাংলাদেশের (২০২৩-২৪) রোটারী বর্ষের ডিআরআর রোঃ পিপি শরিফুল ইসলাম অপুর নেতৃত্বে সারা ড্রিস্টিক্টে একসাথে জিরো আওয়ার পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। যার নামকরণ ছিলো Blooming। এই প্রোগ্রামের চেয়ারম্যান ছিলো চাঁদপুর রূপসী এর প্রাক্তন সভাপতি রোঃ সৈকত পাল। যিনি ২০২৩-২৪ রোটাবর্ষে ৩২৮২-এর মেম্বার- ডি আর আর ফাউন্ডেশন এর দায়িত্ব পালন করবেন। প্রোগ্রাম চেয়ারম্যান রোঃ পিপি সৈকত পাল চাঁদপুর এরিয়ার ১০টি রোটার‍্যাক্ট ক্লাবকে নিয়ে ১ জুলাই রাত ১২টা ১মিনিটে চাঁদপুর ত্রি মোহনাতে (বড় ষ্টেশন) পালন করেন। প্রোগ্রামে উপস্থিত ছিলেন চাঁদপুর এর (২০২৩-২৪) রোটাবর্ষের ডিস্ট্রিক্ট অফিসিয়ালবৃন্দ, ১০টি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি - সচিববৃন্দ, ও সদস্যবৃন্দ প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়