প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০৮:৪৬
গুয়াখোলা নিবাসী ব্যবসায়ি মিজান সিদ্দিকীর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের গুয়াখোলা বেপারী বাড়ী নিবাসী পুরাণবাজারের ব্যবসায়ী পাক ফার্মেসীর মালিক মরহুম ডাঃ সামছল ছিদ্দিকীর ছেলে মিজানুর রহমান ছিদ্দিকী রোববার দিবাগত রাতে পৌনে বারোটার সময় হ্নদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকান করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স
|আরো খবর
হয়েছিলো ৫৫ বছর।
তিনি বিএম হারুনুর রশীদ ও উত্তর শ্রীরামদী সপ্রাবির সাবেক প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী এবং পাক ফার্মেসীর বর্তমান মালিক কবি বিএম ওমর ফারুকের ছোটভাই। সোমবার সকালে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মিজানুর রহমান সিদ্দিকী হৃদরোগজনিত কারনে অসুস্থ ছিলেন।চাঁদপুর শহরের পরিচিত মুখ ছিলেন তিনি।তার মৃত্যুর খবর শুনে অনেকেই শোকাহত হয়ে পরেন।